• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঘুষ নেয়ার অভিযোগে এক ভেন্ডারের কারাদণ্ড

প্রকাশ:  ১৮ জুলাই ২০১৮, ১৮:০১
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে গিয়াস উদ্দিন নামে এক স্টাম্প ভেন্ডারকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে মক্রবপুর ইউপির তুলাগাঁও গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

জানা যায়, তুলাগাঁও বালিয়াপুর গ্রামের রবিউল হকের ছেলে সৌদি আরব প্রবাসী নুরুল আলম ৪৯ শতক জমি খারিজের জন্য ১৮ মাস আগে ওই ভেন্ডারকে ১৮ হাজার টাকা ঘুষ প্রদান করেন। তাকে ঘুরাতে ঘুরাতে ১৮ মাস পার হয়ে যায়। এক পর্যায়ে ওই প্রবাসী অতিষ্ট হয়ে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহি অফিসার দাউদ হোসেন চৌধুরীর নিকট লিখিত অভিযোগ দেন।

অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারি কমিশনার ভূমি আক্তারুজ্জামানকে দায়িত্বে দেন। দায়িত্ব প্রাপ্ত হয়ে বুধবার বাদী ও অভিযুক্ত দু'জনকে অফিসে ডেকে আনেন এবং ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত স্টাম্প ভেন্ডার দলিল লিখক গিয়াস উদ্দিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। পুলিশে সোপর্দ করেন। বুধবার দুপুরে আসামিকে কারাগারে পাঠিয়েছেন।

ওএফ

গ্রেফতার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close