• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশ সেরা মেধাবী শিক্ষার্থী পুরস্কার পেলেন গফরগাঁওয়ের জামিল

প্রকাশ:  ১৪ জুলাই ২০১৮, ১৩:০০
গফরগাঁও প্রতিনিধি

ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গফরগাঁও সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আল জামিল জাতীয় পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতায় ২০১৮ এর দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে ‘বছরের সেরা মেধাবী’ পুরস্কার অর্জন করেছে।

গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আব্দুল্লাহ আল জামিল সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতায় বছরের সেরা মেধাবী পুরস্কারের সনদপত্র ও মেডেল গ্রহণ করে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ প্রতিযোগীতার আয়োজন করে। জামিল উপজেলার বামনখালী গ্রামের ডাঃ আমানত উল্লাহ ও মৃত রাফেজা খানমের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে জামিল সবার ছোট। জামিলের পিতা ডাঃ আমানত উল্লাহ বলেন, আমার ছেলে জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বছরের সেবা মেধাবী পুরস্কার নিয়েছে এটা খুবই গৌরবের বিষয়।

/পি.এস

শিক্ষার্থী,পুরস্কার,মেধাবী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close