• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বেনাপোলে অবৈধ অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক

প্রকাশ:  ১২ জুলাই ২০১৮, ১২:২৭
বেনাপোল প্রতিনিধি

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১২ জন জন নারী-পুরুষ ও শিশু আটক করেছে ২১,ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় বিজিবি কোন পাচারকারীকে আটক করতে পারিনি।

বুধবার (১১ জুলাই) সাড়ে ১২টার দিকে সীমান্তের পুটখালী সামীন্তের গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি যশোর, নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য সীমান্তের পুটখালী গ্রামের একটি বাড়িতে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু আটক করে।

বেনাপোল পুটখালী ২১, ব্যাটালিয়ন বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান ১২ জন নারী-পুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/পি.এস

বেনাপোল,বাংলাদেশি,আটক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close