• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দর্শনায় সোনার বারসহ দুই চোরাচালানি আটক

প্রকাশ:  ১২ জুলাই ২০১৮, ০৯:২৭
চুয়াডাঙ্গা প্রতিনিধি

ভারতে পাচারের আগে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে ২ কেজি ৬’শ গ্রাম ওজনের ৮টি স্বর্ণেরবারসহ ২ চোরাচালানীকে আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। বুধবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে এ স্বর্ণের চালান পাচার হওয়ার আগেই উদ্ধার করা হয়।

আটক চোরাচালানীরা হলো, ঢাকা নবাবগঞ্জ উপজেলার কেন্দামাত্রা গ্রামের কচি মন্ডলের ছেলে দিপক মন্ডল (৪৫) যার পাসপোর্ট নম্বর ইঘ০৯৯৫৯৫০ ও ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কেন্দামাত্রা গ্রামের যোগেশ মল্লিকের ছেলে প্রভাত মল্লিক (৪০) যার পাসপোর্ট নম্বর ইঔ০১৯৯২৯৬।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সেলের উপ-পরিচালক মো. সাইফুর রহমান জানান, গোপনে খবর পেয়ে বুধবার বিকালে তারা দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে অভিযান চালায় এ সময় পাসপোর্টধারী দুই যাত্রীকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে সাংবাদিকদের উপস্থিতিতে তাদের শরীরে তল্লাশি করে দিপক মন্ডল ও প্রভাত মল্লিকের পরনের জাঞ্জিয়ার ভিতর থেকে ১ কেজি করে দুটি ও ছোট ৬টি বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। এছাড়া তাদের ২ টি পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সাজিবুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের ও উদ্ধার করা অবৈধ স্বর্ণ দর্শনা কাস্টমসে জমা করা হয়েছে।

/পি.এস

চুয়াডাঙ্গা,সোনার বার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close