• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাভারে তিন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

প্রকাশ:  ১১ জুলাই ২০১৮, ১৩:৪১
সাভার প্রতিনিধি

সাভারে ভুয়া ডিবি পুলিশে পরিচয়ে প্রাইভেটকার ছিনতাইয়ের সময় তিনজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের তল্লাশি করে দুইটি ছুরি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ জুলাই) ভোরে সাভারের ইমান্দিপুর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-রাজধানী লালবাগ থানার লালবাগ ঘোড়াশাল মাজার এলাকার ফারুক হোসেন ছেলে মো. রুবেল হোসেন। বরিশালের কোতয়ালী থানার রাজারচর এলাকার মো. রতন মোল্লার ছেলে আনিসুর রহমান মোল্লা ও বরিশালের হিজলা থানার চিড়াখোলা গ্রামের দোলোয়ার হোসেন ফকিরের ছেলে মো. সজীব মিয়া।

ঢাকা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, সাভার বাসস্ট্যান্ড থেকে আটককৃত তিনজন ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রাইভেটকার ভাড়া করে ইমান্দিপুরে নিয়ে যায়। এসময় তাদের প্রাইভেটকার চালকের সন্দেহ হলে ডাকচিৎকার শুরু করে। এসময় ডিবি পুলিশ উপস্থিত হয়ে ভুয়া ডিবি পুলিশের ৩ জনকে আটক করে। তাদের তল্লাশি করে ছিনতাইয়ে ব্যবহৃত দুইটি ছুরি উদ্ধার করা হয়। আগে থেকে অবস্থা নেয়া তাদের আরও তিন-চারজন সহযোগি পালিয়ে যায়।

এ ঘটনায় প্রাইভেটকার চালক মো. বাবু মিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।

/পি.এস

সাভার,ভুয়া ডিবি পুলিশ,গ্রেফতার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close