• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

ভৈরবে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশ:  ১১ জুলাই ২০১৮, ১২:৫৯
ভৈরব প্রতিনিধি

‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। ১৯৪৮ সালে ডব্লিউএইচও আনুষ্ঠানিকভাবে এইদিনকে বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারণ করে। সংস্থাটি প্রতিবছর ৭ এপ্রিল এ দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেয়। যার ফলে ১৯৫০ সাল থেকে এ দিনটি স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজনে বুধবার (১১ জুলাই) উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাজী ফয়সাল এর সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মো.জালাল উদ্দিন, বিশেষ অতিথি উপজেলা মৎস অফিসার রিপন কুমার পাল,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ সাফি উদ্দিন, ক্লিনিক ম্যানেজার পিএসটিসি কাজী আব্দুল্লাহ আল মাছুস, গজারিয়া ইউপি চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার প্রমূখ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, এবারের প্রতিপাদ্য ছিল পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার। দেশের জন্মহার আগের তুলনায় বর্তমানে অনেকটা কমলেও এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। তা লক্ষমাত্রায় আনতে সকলকে একযোগে কাজ করতে হবে। তাহলেই সরকারের কর্মসূচি সফলতা পাবে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগড়িতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদেরকে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলো এফডব্লিওএ তে রাবিয়া খাতুন, এফ ডব্লিওবি তে শাহিদা আক্তার, এফটিআই তে রাশিদা খাতুন, সাকমো তে মোঃ হাবিবুর রহমান, শ্রেষ্ঠ ইউপি শিমুলকান্দি, এফ ডাব্লিউ সি শিবপুর, সিপিডি অর্জনকারী এনজিও স্বর্নিভর বাংলাদেশ এবং শ্রেষ্ঠ এনজিও সূর্যের হাসি ক্লিনিক, পিএস টিসি ভৈরব। সঞ্চালনায় ছিলেন মেডিকেল অফিসার ডাঃ মিতালী দাস গুপ্তা।

/পি.এস

ভৈরব,বিশ্ব জনসংখ্যা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close