• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাড়ে তিন কোটি টাকার ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট আটক

প্রকাশ:  ১০ জুলাই ২০১৮, ২০:৪৬
ফেনী প্রতিনিধি

ফেনীতে সোমবার (৯ জুলাই) ও মঙ্গলবার (১০ জুলাই) পৃথক দুইটি অভিযানে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট আটক করেছে বিজিবি। আটককৃত ঔষধের আনুমানিক মূল্য ৩ কোটি ১৪ লাখ ৫৪ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সহিদুর রহমান এর নির্দেশনায় নায়েব সুবেদার মো. মনোয়ার হোসেন ও হাবিলদার মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে পৃথক দুইটি বিশেষ টহল দল ছাগলনাইয়া উপজেলার সত্যনগর নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ২ লাখ ১৭ হাজার ৭শ ৪০ পিস ভারতীয় নিষিদ্ধ টার্গেট ট্যাবলেট, ৩ লাখ ২৪ হাজার পীস প্যারাকটিন ট্যাবলেট ও ১ লাখ ৬০ হাজার পিস ডেক্সিন ট্যাবলেট আটক করে। আটককৃত ঔষধের আনুমানিক মূল্য ৩ কোটি ১৪ লাখ ৫৪ হাজার টাকা।

ফেনীস্থ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মো. সহিদুর রহমান ভারতীয় নিষিদ্ধ ঔষধ আটকের তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত মালামালের আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেনী,ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট,অভিযান

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close