• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অহনা সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয়

প্রকাশ:  ১০ জুলাই ২০১৮, ১৬:৪৮
ঝালকাঠি প্রতিনিধি

দেশব্যাপী অনুষ্ঠিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৮-তে ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছেন ঝালকাঠির নলছিটি মাচের্ন্টস মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী মেহেরবা সাবরিন অহনা।

এর আগে অহনা একই প্রতিযোগিতায় ঝালকাঠি জেলা ও বরিশাল বিভাগের প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছিলেন।

গত ৮ জুলাই রোববার (৮ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বিজয়ী সনদ ও পুরস্কার গ্রহণ করেছেন অহনা। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেধাবী অহনা সাবরিন নলছিটি শহরের মহিউদ্দিন হেলাল ও কেয়া বেগমের জেষ্ঠ্য কন্যা।

দেশব্যাপী তৃতীয়বারের মতো সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু হয়েছিল গত ১ মার্চ থেকে। শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য নিরসন ও অবহেলা-অনাদরে থাকা গ্রামের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য।

নানা ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে মেহরবা সাবরিন অহনা তৃতীয় স্থান অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, সহপাঠিসহ নানা শ্রেনী পেশার মানুষ।

/পি.এস

ঝালকাঠি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close