• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

ভুয়া ডিবি’র এএসপি পুলিশের খাঁচায়

প্রকাশ:  ০৯ জুলাই ২০১৮, ১৭:১৮
মৌলভীবাজার প্রতিনিধি

ডিবি’র এএসপি পরিচয় দিয়ে প্রতারণাকালে সাজু আহমদ (২৪) নামের এক যুবকে আটক করেছে শমশের নগর পুলিশ ফাঁড়ি। আটক সাজু রংপুর জেলার কাউনিয়া থানার রাজিব গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।

সোমবার (৯ জুলাই) দুপুর ১ টায় শমশেরনগর টু কুলাউড়া সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে এএসপির বিষয়টি চ্যালেঞ্জ করলে বৈধতা পাননি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার।

বেশকিছু দিন আগে জেলার বড়লেখাও ডিবি পুলিশের এএসপি পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে আটক হয় সাজু ।

পুলিশ ফাঁড়ির ইনজার্চ অরুপ কুমার চৌধুরীর জানান, ‘চারমাস আগে সাজু আহেমদ পায়েল ডিবির এএসপি পরিচয় দিয়ে একটি সিএনজি ভাড়া করে ড্রাইভারের মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়। আজকে নিজেকে ডিবির এএসপি পরিচয় দিয়ে ওই ড্রাইভারকে ভাড়া করতে চাইলে পুলিশ ফাঁড়িতে খবর দেয় তারা। আমরা চ্যালেঞ্জ করলে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। পরে সাজুকে আটক করা হয়।’

প্রতারক সাজুর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানা, বড়লেখা থানা, চট্টগ্রাম ও রংপুরে থানা মামলা রয়েছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

ওএফ

মৌলভীবাজার,গ্রেফতার,ভুয়া

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close