• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

তাসফিয়া হত্যা: তিন দিনের রিমান্ডে যুবলীগ নেতা ফিরোজ

প্রকাশ:  ০৯ জুলাই ২০১৮, ১১:১০
চট্টগ্রাম সংবাদদাতা

আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মো. ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বিকালে শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদ এ রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, সাত দিনের রিমান্ড চেয়ে গোয়েন্দা পুলিশ আবেদন করলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বন্দর জোন) আসিফ মহিউদ্দীন বলেন, ফিরোজকে রিমান্ডে নেওয়া হলে শিগগিরই তাসফিয়া হত্যা মামলার রহস্য উন্মোচন করতে পারব আশা করছি।

প্রসঙ্গত, গত ২ মে সকালে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের ১৮ নম্বর ব্রিজঘাটের কাছে পাথরের ওপর থেকে সানসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের (১৬) মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ।

/এসএম

চট্টগ্রাম,তাসফিয়া

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close