• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বরিশালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ

প্রকাশ:  ০৯ জুলাই ২০১৮, ০২:২২
বরিশাল প্রতিনিধি

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে একাধিক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তেমনই এক অভিযোগের প্রেক্ষিতে ২২নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সুমা আক্তারের উঠান বৈঠকে অভিযান চালিয়ে চেয়ার-টেবিল নিয়ে গেছেন নির্বাচন কমিশন কর্মকর্তারা।

রোববার বিকাল সাড়ে ৫টায় উঠান বৈঠকের খবর পেয়ে ওয়ার্ডের মদিনা মসজিদ নামক স্থানে এ অভিযান চালান রিটার্নিং অফিসার মোঃ মিজানুর রহমান।

সম্পর্কিত খবর

    স্থানীয় সূত্রে জানা যায়, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গত কয়েকদিন ধরেই জনসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছিলেন। যার ধারাবাহিকতায় রবিবার বিকেলে ২২নং ওয়ার্ডের মদিনা মসজিদ এলাকায় উঠান বৈঠক করেন তিনি।

    স্থানীয়রা বিষয়টি নির্বাচন কমিশন অফিসে জানালে তাৎক্ষণিক অভিযানে নামেন রিটার্নিং অফিসার মিজানুর রহমান। তার উপস্থিতি টের পেয়ে উঠান বৈঠক উপস্থিত লোকজন পালিয়ে যায়। এসময় সেখান থেকে বেশ কিছু চেয়ার ও ১টি টেবিল জব্দ করেন তারা।

    এ ব্যাপারে রিটার্নিং অফিসার মো. মিজানুর রহমান বলেন, যেহেতু ১০ তারিখের পূর্বে উঠান বৈঠক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে তাই সেখানে অভিযান চালানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থীকে শোকজ করা হবে।

    -একে

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close