• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চাঁদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশ:  ০৫ জুলাই ২০১৮, ১৬:৫১
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে কচুয়ায় স্ত্রী সালেহা বেগম হত্যার দায়ে স্বামী ইব্রাহীম খলিলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে দিকে চাঁদপুর জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ইব্রাহীম খলিল কচুয়া উপজেলার নউপুরা গ্রামের মৃত আলতাফ উদ্দীনের ছেলে।

মামলার এজাহারে জানা যায়, ইব্রাহীম প্রতিনিয়ত তার স্ত্রী ছালেহা বেগমকে মারধর করতো। ২০১৩ সালের ২ নভেম্বর ছালেহাকে বেদম প্রহার করলে গুরুতর অবস্থায় তাকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক ছালেহকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে।

পরদিন ৩ নভেম্বর ঢাকা নেয়ার পথে দাউদকান্দি এলাকায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সালেহা। ৩ নভেম্বর সালেহার ভাই কাউছার আহম্মেদ ইব্রাহীম খলিলকে আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার উপ-পরিদর্শক ছাদেকুর রহমান একই বছর ৯ ডিসেম্বর ইব্রাহীম খলিলের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করেন। দীর্ঘ শুনানি এবং ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত আসামির অনুপস্থিতিতে ৩০২ ধারায় আদালত রায় ঘোষণা করেন।

বাদী পক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর আমান উল্লাহ আমান।

/পি.এস

মৃত্যুদণ্ড,হত্যা,চাঁদপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close