• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

কুলাউড়ায় যুগান্তর প্রতিনিধিকে হুমকির অভিযোগ

প্রকাশ:  ২৭ জুন ২০১৮, ২১:১৮
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার পরিষদের প্যালেন চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদের নেতৃত্বে অপর ৩ সহযোগী মিলে গত ২৫ জুন রাতে সাংবাদিক আজিজকে এ হুমকি দেন। কুলাউড়া থানায় জিডি ( নং- ১২৪০) সূত্রে এ তথ্য জানা যায়।

যদিও প্যানেল চেয়ারম্যান সাহেদ হুমকির বিষয়টি অস্বীকার করেছেন।

যুগান্তর প্রতিনিধি ও কুলাউড়া প্রেসক্লাবের একাংশের সভাপতির আজিজুল ইসলাম জানান- ‘পত্রিকায় বিভিন্ন সময় ফুলতলী পীর সমর্থক আল ইসলাহ’র সংবাদ প্রকাশ করার জের এবং সর্বশেষ ত্রাণ বিতরণে সংবাদকে কেন্দ্র করে উপজেলা আল ইসলাহ’র সেক্রেটারি ও উপজেলা প্যানেল চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, সহযোগি জাকির হোসেনসহ অপর ২ সহযোগি মিলে আমার অফিসে এসে প্রাণণাশের হুমকি দেন এবং গালিগালাজ করেন।’

এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মা. ফজলুল হক খান সাহেদ বলেন- হুমকির বিষয়টি সম্পুন্ন ভিত্তিহীন। আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, আমি কেন উনাকে হুমকি দিতে যাব। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন- ‘অফিসে গিয়েছি একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিষয়টি আজিজ ভাইকে অবগত করতে, এর বেশি কিছু নয়। তাছাড়াও আজিজ ভাই নানা সময় ফুলতলী পীর (র:) এর সংগঠন আল-ইসলাহ ও তালামীযের বিরুদ্ধে কু-রুচিকর সংবাদ প্রকাশ করনে।’

কুলাউড়া থানার ওসি মো. শামীম মূসা জানান, একটা জিডি করা হয়েছে। তদন্ত করে দেখা হবে।

ওএফ

হুমকি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close