• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় র‌্যালী, সমাবেশ

প্রকাশ:  ২৩ জুন ২০১৮, ১৯:৫৫
বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি: ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।শনিবার (২৩ জুন) সকাল সাড়ে ১১ টায় শহরে বিশাল র‌্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আব্দুল মতিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এড. মকবুল হোসেন মুকুল, এড. আমান উল্লাহ, রাগেবুল আহসান রিপু, প্রদীপ কুমার রায়, এড. জাকির হোসেন নবাব, এড. তবিবর রহমান তবি, সুলতান মাহমুদ খান রনি, সফিকুল আলম আক্কাছ, তপন কুমার চক্রবর্তী, শাহ আখতারুজ্জামান ডিউক, সাগর কুমার রায়, আল রাজি জুয়েল, আব্দুস সালাম, আলমগীর বাদশা, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান শাহীন, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল হক মঞ্জু, জুলফিকার রহমান শান্ত, শাহাদত হোসেন শাহীন, ওবায়দুল হাসান ববি, এডোনিস বাবু তালুকদার, নাইমুর রাজ্জাক তিতাস, ডালিয়া নাসরিন রিক্তা, অসীম কুমার রায়, আব্দুর রউফ, মশিউর রহমান মন্টি, আসলাম হোসেন প্রমুখ।

সম্পর্কিত খবর

    সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ইতিহাস মানুষের অধিকার আদায়ের ইতিহাস। আওয়ামী লীগ এদেশের মানুষের আত্মপরিচয়ের সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে গণমানুষের সংগঠনে পরিনত হয়েছে।

    বাঙালী জাতির প্রতিটি মহৎ, শুভ ও কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের অগ্রণী ভূমিকা রয়েছে। বঙ্গবন্ধু'র নেতৃত্বে আমরা পেয়েছি লাল সবুজের বাংলাদেশ। তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। বঙ্গবন্ধু'র স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    দেশের উন্নয়ন অগ্রগতি অব্যহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলেও অভিমত দেন বক্তাগণ।

    সমাবেশে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

    এর আগে সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close