• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

পরিবহন শ্রমিককে হুমকি দেওয়ায় এসআই প্রত্যাহার

প্রকাশ:  ২৩ জুন ২০১৮, ১৩:৫১
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণার কলমাকান্দায় টিকেট না দেয়ায় স্থানীয় পরিবহন শ্রমিক মোহাম্মদ আলীকে হুমকি দেয়ার ঘটনায় কলমাকান্দা থানার এসআই মোশারফ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

তাকে কলমাকান্দা থানার দায়িত্ব থেকে সরিয়ে নেত্রকোনা পুলিশ লাইনে আনা হয়েছে। প্রত্যাহারের বিষয়টি শুক্রবার (২২ জুন) অতিরিক্ত পুলিশ সুপার এস.এম.আশরাফুল আলম নিশ্চিত করেছেন। জানা গেছে, উপজেলার কলমাকান্দা-নেত্রকোনা-ঢাকা ক্রাউন ডিলাক্স পরিবহন নামে নাইট কোচে ভিআইপি টিকেটের জন্য গত মঙ্গলবার রাতে কলমাকান্দা থানার ইন্সপেক্টর তদন্ত শফিকুল ইসলাম উপজেলা সদরের রেন্টিতলায় ক্রাউন ডিলাক্স কাউন্টারে যান।

তিনি টিকেট দেয়ার জন্য কাউন্টার মাস্টারকে বলেন। এ সময় কাউন্টার মাস্টার মোহাম্মদ আলী টিকেট নেই বলে জানান। এ নিয়ে তাদের মধ্যে কিছুটা বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ডেকে আনেন। এ সময় রেন্টিতলায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কাউন্টার মাস্টার মোহাম্মদ আলীকে পুলিশ হুমকি প্রদান করে।

এতে জেলা পরিবহন শ্রমিক ও পরিবহন মালিক সমিতির মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। বাস পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস.এম.আশরাফুল আলম বলেন, কলমাকান্দায় শ্রমিক অসন্তোষের ঘটনায় এসআই মোশাররফ হোসেনকে কলমাকান্দা থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে নেত্রকোনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close