• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেনীতে বিএনপির আড়াই’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ:  ২৩ জুন ২০১৮, ১২:২৪
ফেনী প্রতিনিধি

ফেনীতে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। শুক্রবার (২২ জুন) জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিব উল্যাহ মানিক, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত সহ আড়াই’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পূর্বপশ্চিম বিশ্বকাপ কুইজে অংশ নিতে ক্লিক করুন।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (২১ জুন) মিছিলের নামে নাশকতার চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার সময় যুবদল-ছাত্রদল নেতাকর্মীদের ছোঁড়া ইট-পাটকেলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ তাদের প্রতিহত করতে ২৫ রাউন্ড গুলি ছোঁড়ে।

এ ঘটনায় ফেনী মডেল থানার এসআই নুরুল হক বাদী হয়ে ৯০ জনের নাম উল্লেখ করে ১শ থেকে ১শ ৫০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা করেছেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত; বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ফেনীতে মিছিলের প্রস্তুতিকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার বিকালে শহরের রামপুর ও এসএসকে সড়কের এসি মার্কেটের সামনে এবং শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

বিএনপি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close