• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মাদকে বাধা দেয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

প্রকাশ:  ২২ জুন ২০১৮, ১৭:৩৫ | আপডেট : ২২ জুন ২০১৮, ১৭:৪৩
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

মাদক গ্রহণে বাধা দেওয়ায় রাজধানীর খিলগাঁওয়ে এক অন্তঃসত্ত্বা নারীকে তাঁর স্বামী হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের।

গতকাল বৃহস্পতিবার (২১ জুন) সন্ধ্যায় আহত ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত খবর

    নিহত নারীর নাম নাসিমা আক্তার (২২)।স্বামী ওহেদুল ইসলাম উজ্জ্বলের সাথে তিনি মেরাদিয়া মধ্যপাড়া একটি বাসায় ভাড়া থাকতেন।

    নিহতের মা রোকেয়া বেগম অভিযোগ করেন, গত আট মাস আগে ওহেদুলের সঙ্গে নাসিমার বিয়ে হয়। তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নাসিমা। ১০-১২ দিন আগে ওহেদুল নাসিমাকে মারধর করেন এবং পেটে লাথি মারেন।

    এতে নাসিমা অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত আদ দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

    রোকেয়া বেগমের অভিযোগ, ‘ওহেদুল মাদকাসক্ত ছিলেন। মাদক নিতে নিষেধ করায় নাসিমাকে পিটিয়ে হত্যা করেন।’

    রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এক নারীর মৃত্যুর খবর পুলিশ অবগত হয়েছে। অন্তঃসত্ত্বাজনিত কারণে নাকি মারধরে মৃত্যু হয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close