• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অন্ধকার ছেড়ে আলোর পথে আসার অঙ্গীকার

লালমনিরহাটে ২১ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

প্রকাশ:  ২১ জুন ২০১৮, ১০:২৪
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলার আদিতমারী এলাকার বিভিন্ন বয়সী ২১ জন ব্যক্তি মাদক ব্যবসা ছেড়ে আলোর পথে আশার শপথ নিয়ে আত্মসমর্পণ করেছেন। বুধবার (২০ জুন) সন্ধ্যার দিকে আদিতমারী থানা চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে তারা আত্মসমর্পণ করেন। এ সময় ওই অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক আত্মসমর্পণকারী ওই মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, আজ থেকে আপনারা ভাল হয়ে থাকলে, পৃথিবীর সব চেয়ে কাছের বন্ধু হব আমি। তবে আবারও যদি আগের পথে চলে যান, তাহলে চরম শত্রু হব আমি।” এর আগে তারা প্রত্যেকেই লিখিত অঙ্গীকার পত্র পুলিশ সুপারের হাতে তুলে দিয়ে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীরা হলেন, উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদলের আব্দুল হাই (৬৫), মধুপুরের মতিয়ার রহমান মতি (৬৪), একই গ্রামের জয়নাল আবেদীন (৬৬), আবুল হোসেন (৪২), জনু মিয়া (২৩), মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের জিন্নাত আলী (৩৮), দক্ষিণ বালাপাড়া গ্রামের দুলু মিয়া (৩৬), রবিউল ইসলাম (৩৬), রিয়াজ উদ্দিন (৩৮), এমদাদুল হক (৪০), মাহাতাব আলী (২৫), শাহজাহান আলী (৩৮), হারুন মিয়া (৩২), সামছুল হক (৩৮), আব্দুস সোবহান (৪৫), ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের আইয়ুব আলী (৪৩), জরিপ আলী (২৬), আনিছুর রহমান (৩৮), মুকুল হোসেন (৪৫), বড় কমলাবাড়ি গ্রামের আলী হোসেন (৫৫) ও আদিতমারী উত্তরপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক (৬৭)।

আত্মসমর্পণকারীরা তাদের লিখিত অঙ্গীকার পত্রে ‘ আর মাদক ব্যবসা করবো না। কেউ মাদক ব্যবসা করলে পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করবো।” এমন নানা বিষয় উল্লেখ করেছেন বলে জানিয়েছেন লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানার সভাপতিত্বে মাদক ব্যবসায়ীদের ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(এসার্কেল)সুশান্ত সরকার, উপজেলা কমিউনিটি পুলিশিং ইউনিটের সভাপতি আব্দুল হাকিম, সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক ও সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল আলম প্রমূখ।

মাদক ব্যবসা,আত্মসমর্পণ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close