• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

সড়কের ইট বিক্রি করে দিলেন ইউপি চেয়ারম্যান

প্রকাশ:  ২০ জুন ২০১৮, ১৬:৩০ | আপডেট : ২০ জুন ২০১৮, ১৬:৪৬
ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের এলজিএসপি নির্মিত একটি সড়কের ইট বেচে দিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন। মঙ্গলবার (১৯ জুন) রাতে ইট তুলে নেয়ার সময় পুলিশ তিন জনকে আটক করেছে।

এলজিএসপির জেলা প্রেসিলেটর পিন্টু চন্দ্র দাস বলেন, এলজিএসপির অর্থায়নে দেড় লাখ টাকা ব্যয়ে চলতি অর্থ বছরে মমারিজপুর নজির আহাম্মদের বাড়ির সামনের রাস্তার ৩শত ৮০ ফুট দৈর্ঘ্যরে ব্রীক ফ্লাট সলিং নির্মাণ করেন। ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রকল্পটি বাস্তবায়নের ফলে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার কয়েকটি গ্রামের মানুষ সুফল ভোগ করে।

সম্পর্কিত খবর

    স্থানীয় ইউপি মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আবদুর রব রবি জানান, সোমবার রাতে সড়কটির অর্ধেক অংশের ইট কে বা কারা তুলে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার রাতে বাকি অংশের ইট তুলে নেয়ার সময় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তিন জনকে হাতে নাতে আটক করে।

    দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় আবদুর রহিম এই শ্রমিকদের দিয়ে সড়কের ইটগুলো তুলে মোহাম্মদ উল্যাহ বাড়ির আঙ্গিনায় রাখে।

    বুধবার (২০ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঞা ও দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয়রা জানান, ব্যবসায়ী মোহাম্মদ উল্যাহ স্থানীয় ইউপি চেয়ারম্যান থেকে ইট গুলো কিনে নিয়েছেন। মোবাইল ফোনে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল-মামুন বিষয়টি অস্বীকার করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঞা ইটগুলো সন্ধ্যার আগে যথা স্থানে পুন:স্থাপনের নির্দেশ দিয়ে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    এঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close