• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মাছের সঙ্গে শত্রুতা!

প্রকাশ:  ২০ জুন ২০১৮, ১২:২৩
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের ষাটবাড়িয়া গ্রামে তিন ভাইয়ের ৫ বিঘা জমির একটি পুকুরে কে বা কারা কীটনাশক প্রয়োগ করে প্রায় ৬ লক্ষ টাকার রেনু মাছ মেরে ফেলেছে। মঙ্গলবার (১৯ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে ক্ষতিগ্রস্থ ষাটবাড়িয়া গ্রামের মেহেদী হাসান, তাহের আলী ও তামসের আলী পুকুরে গিয়ে বিষয়টি দেখতে পারেন।

মেহেদী হাসান জানান, তাদের গ্রামে তিন ভাইয়ের পারিবারিক ৫ বিঘা জমিতে একটি পুকুর রয়েছে। যেখানে তারা রেনু মাছের চাষ করতো। এবারও প্রায় ৩ লক্ষ টাকার মাছের পোনা ছাড়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা শত্রুতা করে পুকুরে মাছ মারার কীটনাশক প্রয়োগ করে সব মাছ মেরে ফেলেছে। এই ঘটনায় তাদের প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

সম্পর্কিত খবর

    কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, এ বিষয়ে থানায় কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close