• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাতক্ষীরায় জামাইয়ের ধাক্কায় শ্বশুর নিহত

প্রকাশ:  ১৯ জুন ২০১৮, ১৪:০৩
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সোমবার (১৮ জুন) রাত ৯টা জামাইয়ের ধাক্কায় শ্বশুর কাশেম আলী (৭৫) নিহত হয়েছেন। উপজেলার কুশুডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ অভিযুক্ত আব্দুল জলিলকে আটক করেছে। রাতেই সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত কাশেম আলী লক্ষ্মীখোলা গ্রামের আব্দুল করিমের ছেলে।

নিহতের ছেলে শহিদুল ইসলাম জানান, কলারোয়া উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম আলীর মেয়ে রেশমা খাতুনের সঙ্গে ৯/১০ বছর আগে একই উপজেলার হেলাতলা ইউনিয়নের দিগং গ্রামের হামি বিশ্বাসের ছেলে আব্দুল জলিলের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিসহ সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল।

ঈদের আগে ঝগড়া হলে স্ত্রী রেশমা খাতুন স্বামীর উপর রাগ করে বাপের বাড়িতে চলে আসেন। সোমবার রাতে আব্দুল জলিল স্ত্রীকে নিতে শ্বশুর বাড়িতে আসেন। রাত ৯টার দিকে শ্বশুর কাশেম আলীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে জামাতা আব্দুল জলিলের বাকবিতণ্ডা হয়।

ঘটনার সময় জামাই-শ্বশুরের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে আব্দুল জলিল তার শ্বশুরকে ধাক্কা মারেন। ঘরের দেয়ালে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই ৭৫ বছরের ওই বৃদ্ধ কাশেম আলী মারা যান। ঘটনার রাতেই পুলিশ জামাই আব্দুল জলিলকে আটক করেছে।

সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close