• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

সাতক্ষীরায় মাদক বিরোধী শপথ

প্রকাশ:  ২৬ মে ২০১৮, ১৪:৩৮
সাতক্ষীরা প্রতিনিধি

“শেখ হাসিনার নির্দেশ, মাদক মুক্ত করব দেশ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে মাদক বিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে উক্ত শপথ অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি জি,এম আকবার কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী, ইশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. শোকর আলী, শ্যামনগর সদন ইউপি চেয়ারম্যান এড. জহুরুল হায়দার বাবু প্রমুখ।

সম্পর্কিত খবর

    প্রধান অতিথি এ সময় বলেন, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হয়েছে। এবার মাদক মুক্ত করা হবে। দেশ থেকে মাদক নির্মূল করতে সরকার বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি আরো বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের নীল দংশনে যুব সমাজ ধ্বংস হচ্ছে। তাই আসুন সবাই মিলে মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলি। তিনি এ সময় অভিভাবকদের নিজ নিজ সন্তানদের প্রতি খেয়াল রাখার তাগিদ দেন। উক্ত মাদক বিরোধী শপথ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ছাত্র শিক্ষক, দলীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ সকলস্তরের জনগন উপস্থিত ছিলেন।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close