• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত

প্রকাশ:  ২৬ মে ২০১৮, ১০:০৩
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলার রামসাগর ও বীরগঞ্জ উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টা দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে বীরগঞ্জ উপজেলার চিহ্নিত মাদক বিক্রেতা সাবদারুল ইসলাম (৪২)।

নিহত সাবদারুল ইসলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার -নান্দাইগাঁও গ্রামের মুজিবুর রহমান ওরফে বিশাদুর ছেলে। সদরের রামসাগর মহরমপুর গ্রামের আব্দুস সালাম (৪০)। নিহত মাদক ব্যবসায়ী দিনাজপুর সদরের রামসাগর মহরমপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে ।

সম্পর্কিত খবর

    দিনাজপুর কোতয়ালী থানার ওসি রেজওয়ানুর রহিম জানায়, সদরের মহরমপুর গ্রামের দুই পক্ষের মাদক ব্যবসাযীদের মধ্যে আদিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় মহরমপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুস সালামের গুলিবিদ্ধ অবস্থায় লাশ পড়ে থাকলে পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে নিয়ে আসে ।

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ভোরে বীরগঞ্জে মাদক পাচারের খবর পেয়ে র‌্যাব দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ-কবিরাজহাট সড়কের দক্ষিণ পার্শ্বে বাসুদেবপুর গ্রামের ফাঁকা জমিতে পৌছালে কিছু সন্দেহভাজন লোকের উপস্থিতি দেখতে পায়।

    র‌্যাবের আভিযানিক দল তাদের দিকে অগ্রসর হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবের আভিযানিক দলকে লক্ষ্য করে তারা গুলি বর্ষণ শুরু করে। তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিলেও অজ্ঞাতনামা ৪-৬ জন মাদক ব্যবসায়ীরা তাদের নিকটে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে র‌্যাবকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ করতে থাকে এবং তৎক্ষনাৎ র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। গোলাগুলির প্রায় ৮-১০ মিনিট ধরে চলতে থাকে। গোলাগুলির এক পর্যায়ে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা অন্ধকারে কৌশলে দ্রুত পালিয়ে যায়।

    পরবর্তীতে তল্লাশীকালে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাঁজাগুলিসহ বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজা (২ কেজি), ৯৫ বোতল ফেন্সিডিল ছড়ানো ছিটানো অবস্থায় এবং গুলিবিদ্ধ অবস্থায় একজন মাদক ব্যবসায়ীকে পড়ে থাকতে দেখা যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় আহত হন দুই র‌্যাব সদস্য।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close