• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নেত্রকোনায় ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশ:  ২৫ মে ২০১৮, ১০:১৬ | আপডেট : ২৫ মে ২০১৮, ১০:১৭
নেত্রকোনা প্রতিনিধি

চলমান মাদক বিরোধী অভিযানে নেত্রকোনায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নাম পরিচয় বিহীন দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। ঘটনাস্থল থেকে দু’টি পাইপগান ও বিপুল পরিমাণ হেরোইন, ইয়াবা জব্দ করা হয়েছে।

জেলা সদরের মদনপুর ইউনিয়নের মনাং বাজার বাগান এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মদনপুর ইউনিয়নের মনাং বাজার বাগান এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।

সম্পর্কিত খবর

    এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে দুই মাদক ব্যবসায়ী নিহত হন। আহত হয় তিন পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে দু’টি পাইপগান ও ৭০৫ গ্রাম হেরোইন, তিন হাজার পাঁচ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

    এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) জলিল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির ও কনস্টেবল ওয়াহিদ আহত হয়েছেন বলে জানান তিনি। তাদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নিহত মাদক ব্যবসায়ীদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। শুক্রবার সকালে নিহতদের লাশের সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close