• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কৃষকের দেড় বিঘা জমির পটল গাছ কেটে দিয়েছে দুবৃত্তরা

প্রকাশ:  ২৪ মে ২০১৮, ২০:১৪ | আপডেট : ২৪ মে ২০১৮, ২০:১৭
বেনাপোল প্রতিনিধি

‌যশোরের শার্শা উপজেলা অর্ন্তগত রঘুনাথপুর (বাঁগ) গ্রামের এক গরীব কৃষকের দেড় বিঘা পটলের গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দূবৃত্তরা। বুধবার গভীর রাতে আক্কাছ আলী নামের ঐ কৃষকের পটলের গাছ গুলো কেটে ফেলা হয়।

বৃহস্পতিবার সকালে কৃষক আক্কাছ আলী প্রতিদিনের ন্যায় পটলের জমিতে গিয়ে সমস্ত কাটা গাছ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। তবে কে বা কারা শত্রুতা করে এই পটলের গাছ গুলো কেটেছে তা প্রাথমিক ভাবে জানা যায়নি।

পটল চাষি আক্কাছ আলী জানান, গ্রামের আব্দুস সামাদের কাছ থেকে দেড় বিঘা জমি লিজ নিয়ে পটল চাষ করেছি।

এই পটল গাছ কেটে দেওয়ায় আমি পথে বসে গেছি। স্ত্রী সন্তান নিয়ে এখন আমর না খেয়ে থাকতে হবে। পটলের ভালো ফলন হওয়ায় কেউ হিংসা বসত আমার পটলের গাছ গুলো কেটে দিয়েছে।

একই গ্রামের বিশিষ্ট চাষি শাহিন আলম বলেন, কৃষক আক্কাছ আলী অত্যান্ত গরীব মানুষ সে অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করে জিবীকা নির্বাহ করে। তার এই পটল গাছ গুলো শত্রুতা বসত কেটে দেওয়ায় সে অত্যান্ত আর্থিক ক্ষতির মুখে পড়বে। এমন ঘৃণ কাজের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে প্রশানের প্রতি আহবান জানাচ্ছি।

ওএফ

কৃষক,পটল,দূবৃত্তরা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close