• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হবিগঞ্জে মাদকবিরোধী অভিযান গ্রেফতার ২১

প্রকাশ:  ২৪ মে ২০১৮, ১৪:৫৬
সিলেট ব্যুরো

হবিগঞ্জের বিভিন্ন স্থান থেকে ২১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

বুধবার বিকেলে ডিবি পুলিশের এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল ডিবি পুলিশ নবীগঞ্জের ফুলতলী বাজারে অভিযান পরিচালনা করে ৫শত পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে সিলেটের জৈন্তাপুরে উপজলার নামাকান্দা এলাকার লাল মিয়ার পুত্র সাইদুল আহমেদ (২২) ও একই এলাকার হরিপুর উত্তরপাড়া গ্রামের মজিদ মিয়ার পুত্র কামরুল ইসলাম (২৫)।

সম্পর্কিত খবর

    অপরদিকে, মাধবপুর থানা পুলিশ বুধবার পৃথক দুটি অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ ৪ পাচারকারীকে গ্রেফতার করে। গোপনসূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই আবুল কাসেম বুধবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গারবাজারে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার উগতসার গ্রামের মমিন খানের ছেলে মাছুম খান নিরব (২২) একই গ্রামের ফারুক মিয়ার ছেলে আলামিন (২০)

    অপর অভিযানে মাধবপুর থানার এসআই সামশ-ই-তাব্রীজ সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকা থেকে ৫ কেজি গাঁজা আর ২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চতুরপুর গ্রামের নিয়া আকবরের স্ত্রী হেলেনা আক্তার (৩৫) ও একই গ্রামের জহুর আলীর স্ত্রী রাজিয়া খাতুন (৪০)।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, সারাদেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মাধবপুর উপজেলাকে মাদক মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

    এছাড়া হবিগঞ্জ সদর থানায় ৩ জন, মাধবপুর থানায় ১ জন, বাহুবল থানায় ১ জন, নবীগঞ্জ থানায় ২ জন, বানিয়াচং থানায় ১ জন, আজমিরীগঞ্জ থানায় ২ জন, লাখাই থানায় ২ জন, শায়েস্তাগঞ্জ থানায় ১ জন ও ডিবি পুলিশের হাতে ২ জনকে গ্রেফতার করা হয়।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close