• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশ:  ২৩ মে ২০১৮, ১৬:২৮ | আপডেট : ২৩ মে ২০১৮, ১৮:২৫
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের তিন উপজেলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৩ মে) দুপুর ১টার দিকে বানিয়াচং উপজেলায় ধান মাড়াইর কলের আঘাতে ধানু দাস (৬৫) নামে এক কৃষকের নিহত হয়েছেন। নিহত ধানু দাস উপজেলার মশাকালি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, সকালে মশাকালি গ্রামে ধানমাড়াই কল কাজ করছিলেন কৃষক ধানু দাস। এসময় চলমান মেশিনের একটি ব্যাল্ট ছুটে তার মাথায় লাগলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সম্পর্কিত খবর

    বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল ১১টার দিকে জেলার মাধবপুর উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

    এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জেলার বাহুবল উপজেলায় পানিতে ডুবে রেদুয়ান মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার হরাইটেকা গ্রামের সাজিদ মিয়ার ছেলে। বাহুবল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close