• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশ:  ২৩ মে ২০১৮, ১২:২৪ | আপডেট : ২৩ মে ২০১৮, ১২:৪২
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলার সদর উপজেলায় পুলিশের সাথে মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে এশার আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী মারা গেছে। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে এ সময় আহত দুই পুলিশ সদস্য বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার ভোর রাতে উপজেলার ধরলার চরাঞ্চল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। নিহত এশার আলী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ও লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের দুই জেলার সীমান্ত এলাকার বাসিন্দা এন্তাজ আলীর ছেলে। এ ঘটনায় আহত ওই পুলিশ সদস্য হলেন, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম ও কনস্টেবল আবুল কালাম।

এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে ধরলা চরাঞ্চল এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশও এশার আলীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় এশার আলী পুলিশের গুলিতে মারা যায়। এছাড়া এ সময় দুই পুলিশ সদস্যও আহত হয়। বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে সকালের দিকে মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ২০ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, গুলির খোসা ও ছয়টি রামদা উদ্ধার করা হয়েছে। এমনকি নিহতের নামে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় একাধিক মাদকদ্রব্য মামলা রয়েছে।

বন্দুকযুদ্ধ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close