• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শিবগঞ্জকে শতভাগ বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা

প্রকাশ:  ১৩ মে ২০১৮, ১৪:৪৫
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাকে শতভাগ স্কাউটিং ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে শিবগঞ্জ ষ্টেডিয়ামে এক সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম এই ঘোষণা দেন। এসময় তিনি সমবেত সবাইকে বাল্যবিবাহ বিরোধি শপথ পাঠ করান। এসময় সভাপতি বলেন, এটি একটি ঐতিহাসিক মূহুর্ত।

এটি সম্ভবত: দেশের বৃহত্তম বাল্য বিবাহ বিরোধি শপথ অনুষ্ঠান জানিয়ে তিনি বলেন, ইতিহাসের সাক্ষী হয়ে থাকলেন উপস্থিত সবাই। জনাকীর্ণ ও জমকলো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ গোলাম রাব্বানী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন প্রমুখ। বক্তরা উপজেলায় আর একটিও যেন বাল্য বিবাহ না হয় সে ব্যাপারে সকলকে সচেতন থাকার আহব্বান জানান। পরে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত হয় আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সম্পর্কিত খবর

    এতে অংশ নেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগম এমপি, এ্যান্ডু কিশোর, কনক চাঁপা, চলচিত্র তারকা অপু বিশ্বাস। অনুষ্ঠানকে কেন্দ্র করে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী নারী পুরুষসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close