• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

নেত্রকোনার তিন সাধক-কবি স্মরণে বৈশাখী লোকজ উৎসব

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৮, ১৪:১৮
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ার তিন কীর্তিমান বাউল সাধক কবি জালাল উদ্দিন খাঁ, মরমী কবি আব্দুল মজিদ তালুকদার ও পল্লী কবি রওশন ইজদানী স্মরণে বৈশাখী লোকজ উৎসব শুক্রবার (২০ এপ্রিল) রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠিত হবে । মরমী বাউল কবি আব্দুল মজিদ তালুকদার স্মৃতি সংসদ এর আয়োজনে অনুষ্ঠান উদ্বোধন করবেন বীরমুক্তিযোদ্ধা, আইনজীবি ও চলচ্চিত্রকার সাইদুর রহমান মানিক।

লেখক ও গীতিকার মোঃ নূরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত লেখক-গবেষক সমাজচিন্তিক অধ্যাপক যতীন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, আশুজিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, দলপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান খান পাঠান অলি, গড়াডোবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বাবলু।

সম্পর্কিত খবর

    অনুষ্ঠানে আলোচক থাকবেন বাংলা একাডেমির উপ-পরিচালক আমিনুর রহমান সুলতান, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা: মতিউর রহমান, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার ও নাট্যকার আহমেদ ফখর উদ্দিন, ঢাকা বাউলতরীর সভাপতি শেখ মফিজুর রহমান, নেত্রকোনার গবেষক অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এতে প্রবন্ধ পাঠ করবেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ নেতা কবি সাজ্জাদ খান এবং অনুষ্ঠান সঞ্চালণা করবেন কবি মামুন সিরাজী। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সংগীত শিল্পী আবুল বাশার তালুকদার জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানটি তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে বাউল সাধক জালাল উদ্দিন খাঁর নামে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে ঝংকার শিল্পীগোষ্ঠি, মরমী কবি আব্দুল মজিদ তালুকদারের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে আব্দুল মজিদ তালুকদার শিল্পীগোষ্টি এবং পল্লী কবি রওশন ইজাদানীর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে রওশন ইজদানী একাডেমি। এছাড়া রাতব্যাপী বাউল গান পরিবেশন করবেন প্রখ্যাত বাউল শিল্পী সুনিল কর্মকার, বাউল সিরাজ উদ্দিন খান পাঠান, বাউল ইসলাম উদ্দিনসহ অন্যান্য বাউল শিল্পীগন।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close