• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

জুলাইয়ের শেষ সপ্তাহে বিসিসি নির্বাচন: ভোটার বেড়েছে ১২ হাজারের বেশি

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৮, ১৩:৩৮ | আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৩:৪৬
বরিশাল প্রতিনিধি

বরিশাল সিটিতে ভোটগ্রহণের জন্য ইসির নির্বাচন পরিচালনা শাখা কর্মপরিকল্পনা তৈরি করেছে। গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের পর এখানে সিটিতে নির্বাচন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। জানা গেছে, ঈদুল ফিতরের পর (জুলাইয়ের শেষ সপ্তাহে) এ সিটিতে ভোট হবে।

ইসির নির্বাচন পরিচালনা শাখা সূত্রে জানা গেছে, কমিশন অনুমোদন দিলে ঈদুল ফিতরের পর বরিশালে তফসিল দেয়া হবে। ঈদুল ফিতর হবে জুনের মাঝামাঝি। আবার ঈদুল আজহা আগস্টে। এ করণে দুই ঈদের মাঝখানে বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন করার পরিকল্পনা ইসির। সেক্ষেত্রে জুলাইয়ের শেষ সপ্তাহকে বেশি উপযোগী মনে করছে সংশ্লিষ্ট দফতর। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যেকোনো সময় ভোট গ্রহণ করতে হবে। সে হিসেবে বরিশাল সিটির মেয়াদ পূর্ণ হবে ২৩ অক্টোবর।

সম্পর্কিত খবর

    বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান জানিয়েছেন, বরিশাল নগরে ভোটার বেড়েছে ১২ হাজার ১৫৩ জন। অর্থাৎ আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নতুন ভোটাররাসহ মোট ভোটার সংখ্যা হবে ২ লাখ ৪১ হাজার ৮৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৭৩ এবং নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৭৬১।

    তিনি বলেন, ভোটার সংখ্যা বেড়ে যাওয়ায় সিটি নির্বাচনের জন্য ১৫-২০টি কেন্দ্র বাড়ানোর চিন্তাভাবনা চলছে। গত সিটি নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ১০০টি।

    উল্লেখ্য, ২০১৩ সালের জুনে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে নগরে মোট ভোটার ছিল ২ লাখ ২৮ হাজার ৬৮১ জন।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close