• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০১৮, ১৪:২৯
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় এলাকা থেকে বুধবার সকালে ২টি বিদেশী পিস্তল, ৪টি ওয়ান শ্যুটার গান, ১১ রাউন্ড গুলি, ১৫ বোতল ফেনসিডিল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কেউ গ্রেফতার না হলেও জড়িত দুজন সনাক্ত হয়েছে। তাঁরা হলেন, শিবগঞ্জের শাহাপাড়া কামায়েতপাড়া গ্রামের আজিজুল মেকারের ছেলে মো.মিরাজ (৪০) ও একই উপজেলার মোল্লাটোলা তেলকুপি গ্রামের শীষ মোহম্মদের ছেলে মো. শাহীন (২২)। চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবুল এহসান ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে মনাকষা বিওপি টহলদল সকাল ৭টার দিকে মাস্তানমোড় এলাকার পাকা সড়কে অবস্থান নেয়। এসময় ৩ জন চোরাকারবারী ২টি মোটরসাইকেলযোগে দ্রুতবেগে টহলদলকে অতিক্রম করে গেলে বিজিবি সদস্যরাও মোটরসাইকেলযোগে তাঁদের পিছু ধাওয়া করে। প্রায় ৩ কিলোমিটার যাবার পর দুজন অস্ত্র চোরাকারবারী ১টি মোটরসাইকেল ফেলে পাশের আমবাগানের ভেতর পালিয়ে যায়।

সম্পর্কিত খবর

    তাঁদের ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশী করে ২টি বিদেশী পিস্তল, ৪টি ওয়ান শ্যুটারগান, ১১ রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। অধিনায়ক জানান, এ ঘটনায় জব্দকৃত আগ্নেয়াস্ত্র, গুলি, ফেনসিডিল ও মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা করে সনাক্ত পলাতকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close