• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

মালয়েশিয়ায় মোবাইল বিয়ে

প্রকাশ:  ০৮ এপ্রিল ২০১৮, ১৯:২০
মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় জমকালো আয়োজনে শতাধিক কমিউনিটির উপস্থিতিতে সম্পন্ন হল মোবাইল বিয়ে। দীর্ঘদিন থেকে এ প্রথা চালু রয়েছে প্রবাসীদের মাঝে । মধ্য প্রাচ্য, এশিয়া ইউরোপে বসবাসরত প্রবাসীরা মোবাইল বিয়ে প্রথা চালু রেখেছেন। বর প্রবাসে আর কনে বাংলাদেশে। আবার কনে প্রবাসে বর বাংলাদেশে।

সম্প্রতি (২ এপ্রিল) সন্ধ্যায় মালয়েশিয়ার সেলাঙ্গুরের সেলায়াং পাসারে কর্মরত বি.বাড়িয়ার বিজয় নগর থানার সেজা মোরা গ্রামের মৃত: আব্দুল আলীমের ছেলে প্রবাসী মো: শাহ আলম মিয়া (২৪) একই জেলার কসবা থানার সওদাবাজ গ্রামের মো: আলমগীর খানের মেয়ে শ্রাবনের (১৯) সঙ্গে ৩ লাখ টাকার দেন মোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

সম্পর্কিত খবর

    শাহ আলম ভাগ্য পরিবর্তনে এবং পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার আশায় ২০০৯ সালে পাড়ি জমান মালয়েশিয়ায়। তাও তার বড় ভাই মো: হানিফ মিয়া ওরফে পিছু শাহ আলমকে নিয়ে আসেন মালয়েশিয়ায়। ২০০৭ সালে হানিফ কলিং ভিসায় পাড়ি জমান। দু, ভাই মিলে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন। মালয়েশিয়ার সর্ববৃহৎ সবজি বাজার সেলায়াং পাসারে রয়েছে একটি সব্জি দোকান।

    মোবাইল বিয়ের অনুষ্টানে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান মনির , মনির বিন আমজাদ, জালাল উদ্দিন সেলিম, শাখাওয়াত হক জোসেফ, সেলিম আহমদ, আসাদ মিয়া সহ সেলায়াং পাসারের ব্যবসায়ি নেতৃবৃন্দ। উপস্থিত কমিউনিটি নেতারা শাহ আলম ও শ্রাবনের নতুন জীবনের সুখ সম্মৃদ্দি কামনা করেছেন।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close