• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ভোলায় প্রথম প্রহরে শহীদ মিনারে মানুষের ঢল

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৫৫
নিজস্ব প্রতিবেদক

ভোলা প্রতিনিধি

সম্পর্কিত খবর

    ভোলায় ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, ভোলা প্রেসক্লাব, জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

    মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এ শ্রদ্ধা জানান। এসময় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।

    এছাড়াও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংস্থাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু, আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।

    অপর দিকে জেলার দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close