• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গাজীপুরে প্রথম প্রহরে পুষ্প শ্রদ্ধায় শহীদ স্মরণ

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৫০
মাহমুদুল হাসান, গাজীপুর

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন উৎসর্গকারীদের ফুল আর শ্রদ্ধায় স্মরণ করেছে গাজীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, সেইসব শহীদ স্মরণে প্রথম প্রহরে জেগে উঠে শহীদ মিনার।

সম্পর্কিত খবর

    'একুশ মানে মাথা নত না করা' এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে রফিক, জব্বার, সফিউরদের স্মরণ করে রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে।

    পরে ভাষা শহীদ বরকতের পরিবার, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

    জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও পুলিশ সুপার হারুন-অর রশীদ প্রশাসন দুটির পক্ষে নেতৃত্ব দেন।

    রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি। বাঙালির ভাষার সংগ্রামের একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন।

    গর্ব আর শোকের এই দিনটি বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে জাতি, যার সূচনা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close