• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি: বিসিসির কম্পিউটার অপারেটর বরখাস্ত

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৫
বরিশাল প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই কর্মচারী বিসিসির প্রকৌশল শাখার কম্পিউটার অপারেটর রেজাউল করিম।

বরখাস্তের বিষয়টি সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা আসমা বেগম রুমি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

    বরিশাল সিটি কর্পোরেশ সূত্র জানায়, মেয়র আহসান হাবিব কামালের মৌখিক নির্দেশে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন রোববার প্রকৌশল শাখার কম্পিউটার অপারেটর রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করেন। এছাড়া তাকে ৭ দিনের মধ্যে ওই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়েছে।

    তবে অভিযুক্ত রেজাউল করিম বলছেন, তিনি বিসিসির কর্মচারীদের দলাদলির শিকার। প্রতিপক্ষ গ্রুপ তার ফেসবুক আইডি হ্যাক করে প্রধানমন্ত্রীকে কটুক্তি করে লেখা একটি ছবি শেয়ার করেছে।

    তাছাড়া রেজাউল করিম নিজেকে এক সময়ের ওয়ার্ড ছাত্রলীগ নেতা দাবি করছেন। সেই সুবাধে আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র শওকত হোসেন হিরন (প্রয়াত) তাকে বিসিসিতে চাকরি দিয়েছিলেন। কিন্তু তিনি বিসিসির বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পিকনিকের চাঁদা না দেওয়ায় ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে অভিযোগ তোলেন।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close