• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

এলজিইডি’র জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৭
ভোলা প্রতিনিধি

ভোলার সদর উপজেলায় স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) জমি থেকে প্রায় ৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। সোমবার সকাল থেকে উপজেলার ব্যাংকের হাট বাজারের রাস্তার পাশের সরকারি জমি দখল করে নির্মাণ করা আধাপাকা ও টিনের দোকান ঘর উচ্ছেদ করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রুহুল আমিনের উপস্থিতে ভেলুমিয়া ফাঁড়ির পুলিশের সহযোগীতায় দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

এলজিইডি সূত্রে জানাযায়, ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারের প্রধান সড়কের দুই পাশে স্থানীয় লোকজন দোকান ঘর নির্মাণ করে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছে।তাদেরকে বিভিন্ন সময়ে নোটিশ দেয়ার পরও তারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি। তাই ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে এসকল অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলে সরকারি জমি দখলমুক্ত করা হচ্ছে।

সম্পর্কিত খবর

    অভিযানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আব্দুল মতিন, সহকারী প্রকৌশলী মো. আবু জাফর, ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মাওলা প্রমূখ।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close