• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

বিস্ফোরকসহ তিন জেএমবি সদস্য আটক

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৬
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর তানোরে বিস্ফোরকসহ তিন জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব। শনিবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নাশকতার পরিকল্পনার জন্য তানোরের তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামের জেএমবি সদস্যরা আশ্রয় গড়ার চেষ্টা করছিল। এমন গোন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারর্কৃতরা হলেন, বিলশহর গ্রামের মৃত জহুর মন্ডলের ছেলে সাহেবজান (৩৭), জেকের আলীর ছেলে আবুল কালাম (৩০), খলিরুর রহমানের ছেলে জাহগাঙ্গীর আলম (৩২)। র‌্যাব গ্রেপ্তারকৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেরত থেকে বোমা তৈরির বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।

সম্পর্কিত খবর

    স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে র‌্যাব বিলশহর গ্রাম ছাড়াও তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের চিরিঘন্টা গ্রামের অভিযান চালায় তবে কাউকে আটক করতে পারেনি।

    বিলশহর গ্রামের ইউপি সদস্য মাহাবুব বলেন, গভীর রাতে র‌্যাব গ্রেপ্তারকৃতদের বাড়ি চারিদিকে ঘেরাও করে বাড়ি তল্লাশি চালিয়ে বিস্ফোরক দ্রব্যসহ তাদের আটক করেন। গত কয়েকমাস আগে তানোরের ডাঙ্গাপাড়া গ্রামের আটক হওয়া জেএমবি সদস্যদের তথ্য মতে এদের আটক করা হলো বলে শুনেছি।

    তানোর থানা ওসি রেজাউল ইসলাম বলেন, র‌্যাব অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে। এখন পর্যন্ত তাদের থানা হেফাজতে দেয়া হয়নি। আটককৃতদরে রাজশাহীতে র‌্যাবের কার্যলয়ে নিয়ে যাওয়া হয়েছে।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close