• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

'বাংলা কখনও হয়না ভাগ, বাংলা ভাষায় আমরা এক'

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৭
চুয়াডাঙ্গা প্রতিনিধি

“বাংলা কখনও হয়না ভাগ, বাংলা ভাষায় আমরা এক” এ শ্লোগান মুখে নিয়ে ভাষার মাসে মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতা থেকে সাইকেলিং করে বাংলাদেশে আসলো কলকাতার ১৯ সদস্যের দল। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে শ্রক্রবার সন্ধ্যার আগে বাংলাদেশে পৌঁছায় দলটি। দলনায়ক সরজীৎ রায় এর প্রতিনিধিত্বে এ বাইসাইকল প্রতিনিধি দলটি ১৪ই ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় কালকাতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ী থেকে রওনা করে।

এদিকে সন্ধ্যার আগে কলকাতার দলটি গেঁদে চেকপোস্ট হয়ে বাংলাদেশের দর্শনা সীমান্তের জিরো পয়েন্টে পৌঁছালে ভারতের বাইসাইকেল প্রতিনিধি দলটি পৌছালে দলকে ফুল দিয়ে বরণ করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, সাংবাদিক রেজাউল করিম লিটন, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার তোফোজ্জেল হোসেন, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শানিত কুমার গায়েন, চেকপোস্টের হাবিলদার ইকবাল হােেসন, দর্শনা সিডিএল এর পরিচালক আবু সুফিয়ান, এডভোকেট শাহাজান আলী, পৌর কাউন্সিলর হাসান খালেকুজ্জামান খালেক, মঈন উদ্দিন মন্টু, চান্দু মাস্টার, নজরুল ইসলাম, কাঞ্চন মাদবর, দর্শনার বিশিষ্ট ব্যবসায়ী মুকুল মিয়াজি প্রমুখ।

সম্পর্কিত খবর

    দলনায়ক সরজীৎ রায় জানান, মুলত ভাষার সুত্র ধরেই এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলা একই সুঁতাই গাঁথা। তাই এবার সাইকেলিং এ প্রোগামের নাম দেয়া হয়েছে “ভাষা সুত্র”। ভাষার সুত্র ধরে প্রতিবছরই বাংলাদেশে আমরা এ ভাষা দিবস পালন করতে আসি। তবে এবার আমাদের যাত্রার পথ অনেকটা বেশি। প্রথমে কুষ্টিয়া জেলার শিলাইদাহ রবিন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ী, এরপর শাহাজাদপুর হয়ে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারি পুষ্পমাল্য অর্পন করবো বলে আশা করছি।

    তিনি আরো জানান, অামরা রবীন্দ্রনাথ কে দু’বাংলার সবচেয়ে বড় আইকন বলে মনে করি।দুই বাংলার জাতীয় সংগীত লিখেছেন কবি রবীন্দ্রনাথ।এ জন্য একবারের প্রোগ্রাম আমরা কবির গুরুর স্মরনে জোড়াসাঁকো থেকে শুরু করেছি।

    মাতৃভাষা বাংলাকে শ্রদ্ধা জানাতে ২০১২ সাল থেকে প্রতিবছর কলকাতার এ সংগঠনটি সাইকেলিং করে ঢাকায় আসে।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close