• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

‘পুলিশি হয়রানি হলে বিভাগীয় ব্যবস্থা’

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪৫
মৌলভীবাজার প্রতিনিধি

‘নিরাপরাধ কাউকে মামলা দেয়া কিংবা মামলায় অভিযুক্ত কাউকে উৎকোচ অথবা প্রভাবান্বিত হয়ে অব্যাহতি দেয়া, মানুষকে হয়রানি যদি কোনো পুলিশ সদস্য করে থাকে তবে অবশ্যই সেই পুলিশ সদস্যের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে কুলাউড়া থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠিত ওপেন হাউজ-ডে ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

সম্পর্কিত খবর

    এর আগে কুলাউড়া থানায় সদ্য দায়েরকৃত পুলিশ এসল্ট (পুলিশ নির্যাতন) মামলার নিরপেক্ষতার বিষয় নিয়ে প্রশ্ন তুলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, মেয়র আলহাজ্জ্ব শফি আলম ইউনুছ, ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান আলী বাকর খান।

    কুলাউড়া থানায় টাউট পাটপারদের সখ্যতা দূর করা দরকার জানিয়ে ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, সম্প্রতি ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করে সম্মানি ব্যক্তিদের বিরুদ্ধে নানা অপপ্রচার করা হচ্ছে। এ বিষয়টি সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনেরও দাবি জানান।

    টাউট বাটফার, থানার দালালদের প্ররোচনায় যাতে নিরপরাধ কাইকে মামলায় অন্তর্ভুক্ত করা না হয় সেবিষয়ে প্রশানরে জোর সু-দৃষ্টি কামনা করেন অধ্যক্ষ সিপার উদ্দিন।

    কুলাউড়া থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আবু ইউসুফ এর সভাপতিত্বে এবং কুলাউড়া থানার শিক্ষানবিসী পিএসআই মো. রিয়াজুল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র আলহাজ্জ্ব শফি আলম ইউনুছ, নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, অরবিন্দু ঘোষ বিন্দু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল দে, ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ভাটেরা ইউপি সাবেক চেয়ারম্যান ফিরোজ মিয়া, হাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মো. মমদুদ হোসেন, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান আলী বাকর খান হাসনাইন, কর্মধা ইউপি চেয়ার ম্যান আতিকুল ইসলাম আতিক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌরা দে, সাংবাদিক আজিজুল ইসলাম, চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, বাংলাদেশ আধিবাসী ফোরামের নারী বিষয়ক সম্পাদক ফ্লোরা বাবলী তালাং, হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ওয়াদুদ বক্স, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, খাসিয়া পুঞ্জির পাদরী পাউরিং স্যুটিং, পাইরিং স্যুটিং প্রমুখ।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সারোয়ার আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কাদিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম, সাংবাদিক শাকিল রশীদ চৌধুরী, কুরাউড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, সাংবাদিক খালেদ পারভেজ বকস, মুক্তাদির হোসেন, সাইদুল হাসান সিপন, শরীফ আহমেদ, শাকির আহমদ, এমএ কাইয়ুমসহ অন্যান্য সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close