• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গফরগাঁওয়ে নির্মাণাধীন অডিটরিয়ামের ছাদ ধসে নিহত ১

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৪ | আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৬
গফরগাঁও প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও থানা পাশে পৌরভবনের সামনে নির্মান করা হচ্ছিল কোটি টাকা বাজেটের অডিটরিয়াম ভবন।সকাল আনুমানিক ১০টার দিকে দুতলা ছাদের নির্মানাধীন কাজ চলাকালে ভবনের সামনের দিকের ছাদ হঠাৎ করে কর্মরত শ্রমিকদের উপরে পড়ে যায়, হাসপাতালে নেওয়ার পথে এক শ্রমিকের মৃত্যু ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে উদ্বার অভিযান শুরু করে।রিপোর্ট লেখা পর্যন্ত খবর রয়েছে আহত শ্রমিকের সংখ্যা আনুমানিক ৮ জন হতে।

গফরগাঁও থানা ওসি আব্দুল আহাদ বলেন, ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে গফরগাঁওয়ে ডাকবাংলোর সামনে ৫০০ আসনের একটি অডিটোরিয়াম নির্মাণ কাজ চলছিল। সকালে ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরও ৮ জন শ্রমিক আহত হন।

সম্পর্কিত খবর

    এ দুর্ঘটনায় আরও দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close