• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মাগুরায় ঘর পেল ৫ গৃহহীন পরিবার

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৩
মাগুরা প্রতিনিধি

‘এখন আর পাটকাঠির বেড়ার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে হাড়ে কাপন ধরায়ে দেবে না। সামনের বর্ষায় আর পলিথিনে চাল বেয়ে পানি পড়বে না। অনেক কষ্ট করিছি, আজ মাননীয় প্রধানমন্ত্রী আমার দিকে মুখ তুলে চাইছেন। একটা সুন্দর টিনের ঘর তুলে দেছেন। তার জন্য আল্লার কাছে দুহাত তুলে দোয়া করি।’ বলছিলেন সদরের কাটাখালি গ্রামের দরিদ্র বৃদ্ধা ছায়রা খাতুন।

উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে বরাদ্দকৃত মাগুরা সদরের জমি আছে ঘর নেই এমন ৫টি হতদরিদ্র পরিবারকে তৈরী করে দেয়া বাড়ির তালাচাবি হস্তান্তর করার সময় আজ বৃহস্পতিবার দুপুরে এসব কথা বলছিলেন তিনি।

সম্পর্কিত খবর

    একই ধরণের অনুভূতি প্রকাশ করেন বড়ই গ্রামের হাসিনা খাতুন, ছয়চার গ্রামের মশিয়ার রহমান, পুলিশ লাইন এলাকার আব্দুল হাই ও ইছাখাদা গ্রামের রেবেকা খাতুন ।আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ২০১৬-১৭ অর্থ বছরে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় জমি আছে ঘর নেই এমন ৫ জনের হাতে ঘরের চাবি তুলে দেয়া হয়।

    সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী। এ সময় সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়াম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close