• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

মোবাইলে প্রশ্ন আটক ১

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৭
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে মঙ্গলবার সকালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় মোবাইলে প্রশ্নপত্রসহ একজন শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া অসাদুপায় অবলম্বনের দায়ে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এসএসসি পরীক্ষার সৈয়দপুর ক্যান্ট বোর্ড হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় জায়েদ আলী নামে এক পরীক্ষার্থীর দেহ তল্লাশি করে মোবাইলে প্রশ্নপত্রসহ আটক করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ। সে লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এবং বাঙালিপুর ইউনিয়নের চৌমহনী বাজারের গাজিউর রহমানের ছেলে।

সম্পর্কিত খবর

    অপরদিকে একই কেন্দ্রে অসাদুপায় অবলম্বনের দায়ে নয়ন চন্দ্র দেবনাথ নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সে বোতলাগাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ। তিনি বলেন, পরীক্ষা শুরুর আগে মোবাইলে প্রশ্নপত্রসহ আটক করা হয় জায়েদ আলীকে।

    সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close