• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নেপালের সঙ্গে বাংলাদেশের ড্র

প্রকাশ:  ১৩ নভেম্বর ২০১৮, ১৯:২০ | আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৯:২৪
স্পোর্টস ডেস্ক

অলিম্পিক ফুটবলের বাছাই পর্বের শেষ ম্যাচে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার (১৩ নভেম্বর) মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত ম্যাচ এ অনুষ্ঠিত হয়।

শুরুতেই এগিয়ে যায় নেপাল। ১৭ মিনিটে নিরু থাপা গোলটি করেন। এক গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে। তবে বেশ কিছুক্ষণ সময় লেগেছে। ইনজুরি সময়ে আঁখি খাতুনের গোলে সমতায় ফিরে বাংলাদেশ।

এই ড্রয়ে তিন ম্যাচ দুই হার ও এক ড্রয়ে মাত্র ১ পয়েন্ট ঝুলিতে পুরেছে বাংলাদেশ। তাই আসরের বাছাই পর্ব থেকেই ছিটকে পড়ে তারা।

এর আগে প্রথম দুই ম্যাচে মিয়ানমারের কাছে ৫-০ এবং ভারতের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ।শেষ ম্যাচ ড্র করে তিন খেলায় ১ পয়েন্ট পাওয়া সাবিনারা দেশে ফিরবে বুধবার।

অলিম্পিকের প্রাথমিক পর্বের বাছাইয়ে চার গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্স-আপ খেলবে দ্বিতীয় রাউন্ডে। সেখানে আগে থেকেই আছে উজবেকিস্তান ও ভিয়েতনাম। তৃতীয় রাউন্ডে যাবে তিন দল। সেখানে আগে থেকেই অপেক্ষা করছে পাঁচটি দল। ফাইনাল পর্ব হবে চার দল নিয়ে। শীর্ষ দুটি দল যাবে ২০২০ সালের টোকিও অলিম্পিকে।

/অ-ভি

নেপাল,ড্র,মেয়েরা,বাংলাদেশ,ফুটবল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close