• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জার্মান ক্লাসিকো’য় শেষ হাসি ডর্টমুন্ডের

প্রকাশ:  ১১ নভেম্বর ২০১৮, ১৩:০২
স্পোর্টস ডেস্ক

বছর সাতেক আগে জুর্গেন ক্লপের দলটাকে মনে করাচ্ছে চলতি মৌসুমের বরুসিয়া ডর্টমুন্ড বুন্দেশলিগায় অপ্রতিরোধ্য ছিল ‘ইয়েলো ব্রিগেড’। এই মৌসুমেও ১১ ম্যাচ পর বুন্দেশলিগার টেবিলের যা অবস্থান, তাতে করে জায়ান্ট বায়ার্ন মিউনিখের চেয়ে বেশ কিছুটা এগিয়ে লুসিয়েন ফ্যাব্রের ছেলেরা। শনিবার(১০ নভেম্বর) রাতে উত্তেজক জার্মান ক্লাসিকোয় বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্টের ব্যবধান বেশ কিছুটা বাড়িয়ে নিল ডর্টমুন্ড।

দু’বার পিছিয়ে পড়েও ঘরের মাঠে এদিন শেষ হাসি হাসল তারা। মাঠে নেমে নায়ক ‘সুপার সাব’ প্যাকো আলকাসের। অন্যদিকে জোড়া গোল করেও ‘ট্র্যাজিক হিরো’ বনে গেলেন ডর্টমুন্ডের প্রাক্তনী বায়ার্নের পোলিশ স্ট্রাইকার লেওয়ানডোস্কি। লিগ টেবিলে দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে অ্যাওয়ে গেমে আক্রমণাত্মক স্ট্র্যাটেজিতেই খেলা শুরু করে নিকো কোভাচের ছেলেরা। যোগ্য দল হিসেবেই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন। ২৬ মিনিটে ন্যাবরির ক্রস থেকে দলকে এগিয়ে দেন লেওয়ানডোস্কি।

সম্পর্কিত খবর

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close