• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মিয়ানমারের বিপক্ষে ৫ গোলে সাবিনাদের বড় হার

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০১৮, ২১:৩৪
স্পোর্টস ডেস্ক

অলিম্পিক বাছাই পর্বের প্রথম রাউন্ডে বৃহস্পতিবার মিয়ানমারের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ০-৫ গোলে হেরে গেছে সাবিনা খাতুনরা।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) ইয়াঙ্গুনে অলিম্পিক ফুটবলের বাছাই পর্বের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছে গোলাম রব্বানী ছোটনের দল।

মেয়েদের ফুটবলে বাংলাদেশ দল তারুণ্য নির্ভর। অধিনায়ক সাবিনা খাতুন ছাড়া বাকিরা বয়সভিত্তিক দলের। প্রায় ২১ মাস পর জাতীয় দলের জার্সি গায়ে খেলতে নেমে বাংলাদেশের মেয়েরা ধরতে পেরেছে তাদের ঘাটতিটা কোথায়। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা মিয়ানমার দ্বিতীয়ার্ধে আরো ৩ গোল দেয় বাংলাদেশকে।

ম্যাচের পর মিয়ানমার থেকে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন জানিয়েছেন, ‘মিয়ানমার আমাদের চেয়ে সব দিকে এগিয়ে। এ ম্যাচটি আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। কারণ, আগে কখনো আমরা মিয়ানমারের বিরুদ্ধে খেলিনি। আমরা চেষ্টা করেছি নিজেদের সেরাটা খেলতে।’

সম্প্রতি বয়স ভিত্তিক ফুটবলের নানা পর্যায়ে দাপট দেখিয়ে বাংলাদেশ নারী দল। তবে জাতীয় দলের লড়াইয়ে বাংলাদেশ এখনো সেভাবে মাথা তুলে দাঁড়াবার দল হয়ে উঠেনি। কেননা মূল জাতীয় দল গঠনে পর্যাপ্ত খেলোয়াড়ও নেই। অলিম্পিকের এই দলটিই যেমন গঠন করা হয়েছে গেল সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে শিরোপা জয়ীদের কিশোরী মেয়েদের নিয়ে। যাদের সঙ্গে সিনিয়র মাত্র একজন- সাবিনা খাতুন।

তাছাড়া মূল জাতীয় দলের কার্যক্রমও তেমন নেই মেয়েদের। সময়ের হিসেবে বাংলাদেশ জাতীয় নারী দল এদিন মাঠে নেমেছিল প্রায় ২১ মাস পর! তবে বয়স ভিত্তিক ফুটবলের মাধ্যমে শক্তিশালী জাতীয় দল গঠনের প্রক্রিয়ায় রয়েছে বাফুফে। সেই ধারাবাহিকতায় এই আসরে যেমন বড় কোনো আশা নয়, অভিজ্ঞতা অর্জনই লক্ষ্য মেয়েদের।

গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ভারত ও নেপাল। রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে মেয়েরা। মঙ্গলবার প্রতিপক্ষ নেপাল।

/এসএফ

ফুটবল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close