• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

ট্যুর ফাইনালস থেকে নিজেকে সরিয়ে নিলেন নাদাল

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০১৮, ১৭:৪৫
স্পোর্টস ডেস্ক

চোটের জন্য মৌসুম শেষের এটিপি ট্যুর ফাইনালস থেকে নাম তুলে নিলেন বিশ্বের দু’নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল৷ পেটের পেশি ও গোড়ালির চোটে কাবু রাফা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন ওটু এরিনা থেকে সরে দাঁড়ানোর কথা৷

ট্যুর ফাইনালস থেকে নাম তোলায় নাদালের মৌসুম এখানেই শেষ হয়ে যায়৷ চোট সারিয়ে নতুন মৌসুমে কোর্টে ফিরতে চান বলেও জানান স্প্যানিশ কিংবদন্তি৷ রাফায়েল না থাকায় ৩৩ বছর বয়সি জন ইসনারের অভিষেক হতে চলেছে ঐতিহ্যশালী ট্যুর ফাইনালসে৷

সম্পর্কিত খবর

    চলতি মৌসুমের বেশিরভাগ সময় চোটের জন্য কোর্টের বাইরে কাটাতে হয়েছে নাদালকে৷ সরে দাঁড়াতো হয়েছে বেশ কিছু টুর্নামেন্ট থেকে৷ ব্রিসবেন, মেক্সিকান ওপেন, ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি মাস্টার্স, সিনসিনাটি, বেজিং, সাংহাই ও প্যারিসের পর এবার এটিপি ট্যুর ফাইনালস থেকে নাম তুললেন রাফা৷

    এছাড়া অস্ট্রেলিয়ান ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেনে মাঝপথেই প্রতিপক্ষকে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন তিনি৷যদিও এর মাঝেই এই মৌসুমে ফরাসি ওপেনসহ পাঁচটি খেতাব ঘরে তুলেছেন নাদাল৷

    এর আগে ২০০৫, ২০০৮, ২০১২ ও ২০১৪ সালে চোটের জন্য ট্যুর ফাইনালস থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নাদাল৷ গত তিন মৌসু্মে ওটু এরিনায় মাত্র একটি করে ম্যাচ খেলেছেন তিনি৷

    নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নাদাল জানান, মৌসুমের শেষ পর্যন্ত নিজেকে ফিট রাখার জন্য সবরকম চেষ্টা করেছি৷প্যারিস ও লন্ডনে খেলা ভীষণ ইচ্ছা ছিল৷ দূর্ভাগ্যের বিষয় হল পেটের পেশিতে সমস্যা থাকায় গত সপ্তাহে প্যারিসে খেলা হয়নি৷ এবার তার সঙ্গে যুক্ত হয়েছে গোড়ালির সমস্যা, যার জন্য অস্ত্রোপচার করাতে হচ্ছে আমাকে৷ আশা করছি সুস্থ হয়ে পরের মৌসুমে কোর্টে ফিরতে পারব৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close