• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গানে গানে আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন পাঁচ টাইগার (ভিডিও)

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৮, ১৬:১৮ | আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১১:৪৫
সম্রাট কবীর

অসংখ্য ভক্ত-শ্রোতাদের কাঁদিয়ে ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। এবার এই বরেণ্য সঙ্গীত তারকাকে স্মরণ করে সরাসরি গান গাইলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাঁচ ক্রিকেটার। আইয়ুব বাচ্চুর বহুল জনপ্রিয় গান 'হাসতে দেখো গাইতে দেখো' গানটির সাথে কারাওকে'তে গেয়েছেন টাইগার বোলার আবু হায়দার রনি, রুবেল হোসেইন, নাজমুল হোসেইন শান্ত, আরিফুল হক ও সদ্য জাতীয় দলে ডাক পাওয়া ফজলে রাব্বি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গানটির ভিডিও শেয়ার করে আবু হায়দার রনি লিখেছেন- আমরা গানটি আইয়ুব বাচ্চু (গুরু) কে উৎসর্গ করলাম।

সম্পর্কিত খবর

    প্রসঙ্গত, আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল রবিন। একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী ছিলেন তিনি। গুণী এই সঙ্গীতব্যক্তিত্ব কোটি ভক্ত-শ্রোতাদের কাছে সংক্ষেপে ‘এবি’ নামে পরিচিত ছিলেন।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close