• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

দুই হাঁটুতেই আর কোনও কার্টিলেজ অবশিষ্ট নেই মারাদোনার

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ১৩:০১
স্পোর্টস ডেস্ক

বার্ধক্যের থাবা। হাঁটুর অস্টিওআর্থারাইটিসে ভুগছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনা। অবস্থা একটাই খারাপ যে দুই পায়ের হাঁটুর হাড় অন্য হাড়ের সঙ্গে ঘষা লাগছে। অবিলম্বে ৫৭’র মারাদোনাকে হাঁটু প্রতিস্থাপন করতে হবে। দুই হাঁটুতেই আর কোনও কার্টিলেজ অবশিষ্ট নেই।

চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার প্রয়োজন। এই বয়সে কঠিন সিদ্ধান্তটা মারাদোনাকে নিজেই নিতে হবে।

তারা আরও জানান, বিকল্প পথ অবশ্য থাকছে। হাঁটুর স্নায়ুকে চিরতরে অবশ করে দিতে হবে সেক্ষেত্রে। এই পদ্ধতিতে ব্যথা কমলেও সেটা সাময়িক। পরে আবারও ভোগাতে পারে হাঁটুর অস্টিওআর্থারাইটিস।

দিয়েগো মারাদোনার এই করুণ দশার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে একরাশ হতাশা। ১৯৮৬ বিশ্বকাপের আর্জেন্টাইন নায়কের এই অবস্থা মেনে নিয়ে পারেননি অনেকেই।

যে পায়ে ডিফেন্ডারদের মাত দিয়ে একের পর এক দর্শনীয় গোল করে গিয়েছেন মারাদোনা। সেই পায়ের হাঁটু নিয়ে এখন শোচনীয় অবস্থা দিয়েগোর।

/অ-ভি

দিয়েগো মারাদোনা,ফুটবল,আর্জেন্টিনা,হাঁটু,কার্টিলেজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close