• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৩৯ বলে পৃথ্বীর হাফসেঞ্চুরি

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০১৮, ১৩:৫২
স্পোর্টস ডেস্ক

অভিষেক টেস্ট ইনিংসেই মাত্র ৯৯ বলে দুরন্ত শতরান করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক পৃথ্বী শ৷ ব্যাট হাতে দ্বিতীয় টেস্টেও ক্রিজে ঝড় তুললেন তরুণ ভারতীয় ওপেনার৷

একপ্রান্ত দিয়ে সহওপেনার তথা সিনিয়র পার্টনার লোকেশ রাহুল আত্মবিশ্বাসের খোজে খোড়াতে থাকলেও অপর প্রান্ত দিয়ে আগ্রাসী ব্যাটিং করেন পৃথ্বী৷ টি-২০’র স্টাইলে ব্যাট চালিয়ে নিমেশে টপকে যান ব্যক্তিগত হাফসেঞ্চুরি গণ্ডি৷ ৫০ রানে মাইলফলক পৌছতে পৃথ্বী খরচ করেন মাত্র ৩৯ বল৷ হাফসেঞ্চুরি করতে ৮টি চার ও ১টি ছক্কা মারেন পৃথ্বী৷

সম্পর্কিত খবর

    যদিও ব্যক্তিগত ৪৫ রানের মাথায় ওয়ারিকানকে স্কোয়ার কাটে বাউন্ডারিতে পাঠানোর চেষ্টায় বল হাওয়ায় ভাসিয়ে বসেছিলেন পৃথ্বী৷ তবে স্লিপে দাঁড়ানো শাই হোপ পৃথ্বীর ব্যাটের কানা ছোঁয়া বল তালুবন্দি করতে ব্যর্থ হন৷ যদিও ক্যাচ মিশ করার জন্য হোপকে খুব একটা দোষ দেওয়া যায় না৷ বলের গতি এতটাই বেশি ছিল যে, তড়িৎ গতিতে বলের লাইনে হাত নিয়ে যাওয়া সম্ভব হয়নি তার পক্ষে৷ জীবন দান পাওয়ার পর অবশ্য কোনও ভুল করেননি শ৷

    লোকেশ রাহুল ২৫ বলে ৪ রান করে হোল্ডারের বলে বোল্ড হন৷ অফস্ট্যাম্পের বাইরের বল ছাড়তে গিয়ে ব্যাটের ভিতরের কানা লাগিয়ে বসেন লোকেশ৷ ব্যাটে লাগার পর ছিটকে গিয়ে বল স্ট্যাম্প নাড়িয়ে দেয়৷ চেতেশ্বর পূজারার সঙ্গে জুটি বেঁধে লাঞ্চ পর্যন্ত সাবলীলভাবে ব্যাট করেন পৃথ্বী৷ লাঞ্চের আগে ভারত ১ উইকেটে ৮০ রান তোলে৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close